মুজিব শতবর্ষের ক্ষণ গননার ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন

১০ জানুয়ারি, ২০২০ ২১:৫৮  
মুজিবশতবার্ষিকীর ক্ষণগণনায় শুক্রবার (১০ জানুয়ারি) ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ডাক বিভাগের ব্যবস্থাপনায় ঢাকার জিপিওতে দুটি, টঙ্গিতে টেলিফোন শিল্পসংস্থা কার্যালয়, গুলশানে টেলিটক সদর দপ্তর এবং ঢাকার পরিবাগে বিটিসিএল সদর দপ্তরে পৃথক পৃথকভাবে স্থাপিত ক্ষণগণনার ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করেন তিনি। ডিজিটাল বোতাম টিপে সংস্থা সমূহের ক্ষণগণনার ডিজিটাল ডিসপ্লের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর- উর- রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মশিয়ুর রহমান,টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিনসহ প্রমুখ তার সঙ্গে ছিলেন। এসময় মোস্তাফা জব্বার বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন মুজিবজন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিস্তৃত ৯হাজার ৮শত ৮৬টি ডাকঘরের মাধ্যমে চারকোটি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের লেখা শুভেচ্ছা বাণী সম্বলিত পোস্টকার্ড পাঠাবে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়া ডাক বিভাগে ব্যবহৃত বাণিজ্যিক স্ট্যাম্পগুলোর বঙ্গবন্ধুর ছবিযুক্ত ডাকটিকিট হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সমগ্র জীবনের কালানুক্রম অনুসরণ করে ১০০টি ছবিকে আর্টওয়ার্কে রূপান্তরের মাধ্যমে প্রকাশ করা হবে। এই উপলক্ষে গোল্ড ফয়েল যুক্ত পোস্ট কার্ডও প্রকাশ করা হবে।